উল্লাপাড়ায় বজ্রপাতে ২ দিনমজুরের মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ছবি: সংগৃহীত
মাঠে কাজ শেষে বাড়ি ফেরার সময় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে দুই দিনমজুরের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার নাগরৌহা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার নাগরৌহা গ্রামের রফিকুল ইসলামের ছেলে রুহুল ইসলাম (২৮) ও বেলাল হোসেনের ছেলে আশরাফ (৪০)।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, সারাদিন উল্লাপাড়ায় দিনমজুরের কাজ শেষে সন্ধ্যার দিকে বাড়ি ফিরছিলেন তারা। ঝড়বৃষ্টির সময় বাড়ি পাশে পৌঁছানোর একটু আগে তাদের উপরে বজ্রপাত হয়। এতে তারা দুজনই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের চিকিৎসক তাদের দুজনকেই মৃত্যু ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, ‘বজ্রপাতে দুই দিনমজুরের মৃত্যুর খবর শুনেছি। নিহত দুই দিনমজুরের পরিবারকে উপজেলা প্রশাসন থেকে আর্থিক সহায়তায় করার উদ্যোগ নেওয়া হবে।’
অদিত্য রাসেল/সনি