ঢাকা     রোববার   ২২ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৭ ১৪৩১

নবজাতককে হাসপাতালে রেখে পালিয়েছেন মা

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩১, ২২ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ০৯:৩২, ২২ সেপ্টেম্বর ২০২৪
নবজাতককে হাসপাতালে রেখে পালিয়েছেন মা

পটুয়াখালীর কলাপাড়ায় এক নবজাতককে হাসপাতালে রেখে মা পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কলাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এই ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র জানায়, শনিবার শেষ বিকেলে ১৩ দিন বয়সী নবজাতককে নিয়ে হাসপাতালের শিশু ওয়ার্ডের ৮ নম্বর বেডে বসেন ওই নারী। রাত ৮টার দিকে নবজাতককে ঘুম পাড়িয়ে চলে যান তিনি। গভীর রাত পর্যন্ত ফিরে না আসায় সেবিকারা নবজাতককে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জে এইচ খান লেলিনের হেফাজতে রাখেন।

শিশু ওয়ার্ডে ভর্তি শিশুদের অভিভাবক তানিয়া ও শিরিনা জানান, সন্ধ্যায় বুকের দুধ পানি করিয়ে নবজাতককে ঘুম পাড়ান ওই মা। পরে দোতলা থেকে নিচে একটু কাজ আছে বলে চলে যান তিনি। এ সময় তিনি তার নবজাতককে দেখে রাখতে বলেন। কিছুক্ষণ পরে ওই নবজাতকের ঘুম ভাঙলে কান্নাকাটি শুরু করে। পরে পুরো হাসাপাতালে খোঁজাখুঁজি করেও তাকে আর খুঁজে পাইনি।

কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জে এইচ খান লেলিন বলেন, অভাবের তাড়না বা অন্য কোনো কারণে হয়তো ওই নবজাতককে রেখে তার মা পালিয়েছেন। আমরা নবজাতককে অন্য সিজারের রোগীর মাধ্যমে দুধ পানের ব্যবস্থা করেছি। বর্তমানে শিশুটি আমাদের তত্ত্বাবধানে রয়েছে।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মদ বলেন, নবজাতকের মাকে খুঁজে পাওয়া না গেলে আইনি প্রক্রিয়ায় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে শিশুটিকে দত্তক দেওয়া হবে।

ইমরান/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়