ঢাকা     বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১

ঝিনাইদহ সীমান্তে ৩ রোহিঙ্গাসহ আটক ১০ 

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪০, ২২ সেপ্টেম্বর ২০২৪  
ঝিনাইদহ সীমান্তে ৩ রোহিঙ্গাসহ আটক ১০ 

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন রোহিঙ্গাসহ ১০ জনকে আটক করেছে বিজিবি। গতকাল শনিবার রাতে উপজেলার শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল
শাহ মো. আজিজুস শহীদ এ তথ্য জানান।

লেফটেন্যান্ট কর্নেল আজিজুস শহীদ জানান, মহেশপুর সীমান্ত দিয়ে কিছু ব্যক্তি ভারতে যাওয়ার চেষ্টা করছেন বলে খবর আসে। এরই ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়। উপজেলার শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে তিন রোহিঙ্গা ও দালালের সহযোগী মাইক্রোবাস চালকসহ মোট ১০ জনকে আটক করে বিজিবি সদস্যরা।

আরো পড়ুন:

তিনি আরও বলেন, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়েছে। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

শাহরিয়ার/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়