ঢাকা     রোববার   ২২ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৭ ১৪৩১

রাজশাহীতে ডেঙ্গু আক্রান্ত গৃহবধূর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৬, ২২ সেপ্টেম্বর ২০২৪  
রাজশাহীতে ডেঙ্গু আক্রান্ত গৃহবধূর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত নারীর নাম শাকিলা (২০)। তার বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৬ সেপ্টেম্বর ডেঙ্গু জ্বরসহ নানা উপসর্গ নিয়ে এই গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর উপসর্গগুলো জটিল হওয়ায় তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। শনিবার রাতে তিনি মারা গেছেন।

তিনি জানান, প্রায় প্রতিদিন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী আসছেন। বর্তমানে ১৯ জন ভর্তি আছেন। ডেঙ্গু রোগীর চাপ বাড়লে প্রয়োজনে নতুন ওয়ার্ড খোলা হবে বলেও জানান এ চিকিৎসক। 

আরো পড়ুন:

কেয়া/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়