ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

কেরানীগঞ্জে কয়েকটি সড়কের বেহাল দশা, সংস্কারে নেই উদ্যোগ

কেরানীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪০, ২২ সেপ্টেম্বর ২০২৪  
কেরানীগঞ্জে কয়েকটি সড়কের বেহাল দশা, সংস্কারে নেই উদ্যোগ

ঢাকার কেরাণীগঞ্জ উপজেলার কলাতিয়া, রাজাবাড়ি, চন্দ্রিপুর, খাড়াকান্দি, হজরতপুর, মুক্তিরবাগ, রুহিতপুর বাজার ও আটিবাজারসহ কয়েকটি এলাকার সড়ক খানাখন্দে ভরে গেছে। এসব সড়কের কার্পেটিং উঠে যাওয়ায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় একটু বৃষ্টি হলেই সড়কগুলোতে জমে পানি। ফলে যাতায়াতের ক্ষেত্রে চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। শুধু তারাই নন, যাত্রী নিয়ে চলাচলের সময় ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছে বিভিন্ন ধরনের যানবাহন।  

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে কলাতিয়া ইউনিয়নের বাসিন্দা আরিফ বলেন, ‘আমাদের এই এলাকার রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ রাস্তা দিয়ে গ্রামের হাজারো মানুষ প্রতিদিন হাট-বাজার, ইউনিয়ন পরিষদ ও উপজেলায় যাতায়াত করেন। বয়স্ক, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করেন। আমাদের দাবি দ্রুত যেন সড়কটি সংস্কার করা হয়।’ 

আরো পড়ুন:

দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের রাজাবাড়ি কলেজের প্রভাষক ফারুক বলেন, ‘আমাদের রাজাবাড়ির রাস্তাটি দীর্ঘদিন ধরে ভাঙা। এই সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।  প্রতিদিন এ রাস্তা দিয়ে শতাধিক শিক্ষার্থী আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করেন। তাদের চলাচলে খুবই সমস্যা হয়। বড় বড় গর্ত আর কাদার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। অসুস্থ কোনো ব্যক্তিকে দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। এই রাস্তাটি দ্রুত সময়ের মধ্যে সংস্কারের দাবি জানাচ্ছি।’

রুহিতপুর ইউনিয়নের মোহাম্মদ আলী বলেন, ‘আমাদের রুহিতপুর বাজার থেকে ধর্মসূর যাওয়ার রাস্তাটি কয়েক মাস ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে। এলাকার অসংখ্য মানুষ এই সড়কে মাঝে মধ্যেই ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন। খানাখন্দে ভরা রাস্তায় অসংখ্য অটোরিকশা, রিকশা ও ভ্যান নষ্ট হচ্ছে।’

কেরানীগঞ্জ উপজেলা পরিষদের প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ বলেন, ‘কেরানীগঞ্জ উপজেলার সড়কগুলো সংস্কারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। খুব শিগগিরি সব সড়ক সংস্কার করা হবে।’

শিপন/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়