সিলেটে ইউপি চেয়ারম্যান অদুদ গ্রেপ্তার
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অদুদ আলমকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (২২ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে সিলেট মেট্রোপলিটনের জালালাবাদ থানার একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত অদুদ আলম ছাতকের কালারুকা গ্রামের মৃত আকবর আলীর ছেলে। গত ৩ সেপ্টেম্বর সিলেট কোতোয়ালি থানায় নাশকতা, সহিংসতা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলার (এফআইআর নং—০৬/৪০৫) আসামি তিনি।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, গ্রেপ্তার চেয়ারম্যান অদুদকে সিলেট কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নূর/মাসুদ