ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

রাঙামাটিতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার 

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৬, ২২ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ২২:২৩, ২২ সেপ্টেম্বর ২০২৪
রাঙামাটিতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার 

রাঙামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাঙামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু এ তথ্য জানান। 

রাঙামাটি জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক রহিম উদ্দিন আকাশ বলেন, ‘আজ সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে রাঙামাটির পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলা প্রশাসক মহোদয় আমাদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। এরই প্রেক্ষিতে আমরা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।’

রাঙামাটি জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু বলেন, ‘আমাদের যেসব চালক ভাইয়েরা হামলায় আহত হয়েছেন তাদের চিকিৎসার দায়িত্ব নেবেন এবং যেসব গাড়ি ভাঙচুর করা হয়েছে তার ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।’  

আরো পড়ুন:

প্রসঙ্গত, রাঙামাটিতে সহিংসতা চলাকালে বিভিন্ন পরিবহন ভাঙচুর ও শ্রমিক আহতের প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাক দেন রাঙামাটি পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। তারা জানান, হামলায় তাদের ১০টি ট্রাক, তিনটি বাস এবং অসংখ্য অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। সাত জন চালক গুরুতর আহত হয়েছেন। হামলার প্রতিবাদে গত শুক্রবার রাতে রাঙামাটি পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে ২১ সেপ্টেম্বর  শনিবার সকাল থেকে ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, ‘প্রাথমিকভাবে আহতদের ক্ষতিপূরণ দেওয়া হবে। গাড়ি ভাঙচুরসহ যেসব বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে বিয়ষগুলো মন্ত্রণালয়কে জানানো হবে। সেখান থেকে বরাদ্দ আসলে তা দিয়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে।’

বিজয়/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়