ঝিনাইদহে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নিখোঁজের তিন দিন পর আইরিন আক্তার তিথি নামে স্কুলছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২২ আগস্ট) বিকেলে শৈলকুপা উপজেলার দুধসর গ্রামের বাড়ির পাশের বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত তিথি দুধসর গ্রামের আশরাফ হোসেনের মেয়ে। তিথি স্থানীয় রাবেয়া খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী ছিল।
স্থানীয়রা জানান, তিথি গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফোনে কথা বলে ঘর থেকে বের হয়ে যায়। এরপর থেকে নিখোঁজ ছিলেন। রোববার বিকালে বাড়ির পাশের বাগানে তার অর্ধগলিত মৃতদেহ দেখতে পেয়ে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী জানান, তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তদন্ত শেষে হত্যার কারণ জানা যাবে বলেও জানান তিনি।
সোহাগ/বকুল