ঢাকা     সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৮ ১৪৩১

হিলিতে রেলপথ অবরোধ

উত্তরাঞ্চলের ৪ জেলার সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ২৩ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১২:৪৫, ২৩ সেপ্টেম্বর ২০২৪
উত্তরাঞ্চলের ৪ জেলার সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ

দিনাজপুরের হিলি রেলস্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ করে অনশন শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে উত্তরাঞ্চলের ৪ জেলার সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে হিলি রেলস্টেশন এলাকায় রেলপথ অবরোধ করে অনশন শুরু করেন তারা।

অবরোধকারী বলেন, হিলি স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি দিতে হবে। এটা আমাদের দীর্ঘদিনের দাবি। এর আগেও আন্দোলন করেছি, তবে কাজ হয়নি।

আরো পড়ুন:

শান্তাহার জংশনের টিআইসি হাবিবুর রহমান নয়ন বলেন, হিলি স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি ও স্টেশন আধুনিকায়নের দাবিতে স্থানীয় বাসিন্দারা রেললাইন অবরোধ করে রেখেছেন। এতে দুটি ট্রেন আটকা পড়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে ট্রেন চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে।

মোসলেম/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়