ঢাকা     সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৮ ১৪৩১

দেড় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ৪ জেলার ট্রেন চলাচল স্বাভাবিক

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫২, ২৩ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৫:১২, ২৩ সেপ্টেম্বর ২০২৪
দেড় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ৪ জেলার ট্রেন চলাচল স্বাভাবিক

দিনাজপুরের হিলি রেলস্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ করেছিলেন স্থানীয়রা। এতে প্রায় দেড় ঘণ্টা বন্ধ ছিল ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ৪ জেলার ট্রেন চলাচল। পরে কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নিলে স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রেলপথ অবরোধ করে রাখা হয়। হিলি রেলস্টেশনের মাস্টার কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হিলি স্টেশনে সব আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি ও স্টেশন আধুনিকায়নের দাবিতে স্থানীয় বাসিন্দারা রেললাইন অবরোধ করেন। পরে শান্তাহার জংশনের টিআইসি হাবিবুর রহমান ঘটনাস্থলে এসে আগামী ২০ দিনের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।

আরো পড়ুন:

মোসলেম/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়