ঢাকা     সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৮ ১৪৩১

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৬, ২৩ সেপ্টেম্বর ২০২৪  
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে দুই পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বীরগাঁও বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রোববার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল ও সাবেক চেয়ারম্যান নুর কালামের লোকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। যা এক পর্যায়ের সংঘর্ষের রূপ নেয়। স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হলেও এ ঘটনার জের ধরে আজ সোমবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় ইটপাটকেল ও দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিক্যালে পাঠান। 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক রাইজিংবিডিকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমি নিজেই পুলিশ টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছি। উভয় পক্ষ আর সংঘর্ষে জড়াবে না বলে আমাকে কথা দিয়েছেন। 

আহতদের মধ্যে ৮-৯ জন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন বলেও জানান তিনি।


সর্বশেষ

পাঠকপ্রিয়