ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

১০ মাসে কোরআনে হাফেজ মাসুদ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৫, ২৩ সেপ্টেম্বর ২০২৪  
১০ মাসে কোরআনে হাফেজ মাসুদ

সুলতান মাসুদ

ব্রাহ্মণবাড়িয়ায় ৯ বছর বয়সী সুলতান মাসুদ নামে এক শিশু মাত্র ১০ মাসে কোরআনে হাফেজ হয়েছেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তার হাফেজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন আফটার স্কুল তাহফিজ প্রোগ্রাম-এর প্রিন্সিপাল ও হিফজ বিভাগের প্রধান শিক্ষক মাওলানা হাফেজ মুফতি মনিরুল হক।

মাসুদের এমন সফলতায় অভিভাবকসহ শিক্ষক-সহপাঠীরা আনন্দিত। তার উজ্জল ভবিষ্যৎ কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার।

মাসুদ সরাইল উপজেলার নোয়াগাঁও তেরকান্দা গ্রামের কৃষক জাকির হোসেনের ছেলে। সে ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম পাইকপাড়ার চকলেট ফ্যাক্টরি এলাকার আফটার স্কুল তাহফিজ প্রোগ্রাম (স্কুল এবং মাদরাসা) শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র।

আরো পড়ুন:

মাসুদের বাবা জাকির হোসেন বলেন, ‘ছোটবেলা থেকেই কোরআন হিফজের বিষয়ে মাসুদের প্রবল ইচ্ছা ছিল। মাদরাসায় ভর্তির জন্য সে নিজেই বায়না করে। ২০২৩ সালে তাকে আফটার স্কুল তাহফিজ প্রোগ্রাম (বাংলা ও আরবি) বিভাগে ভর্তি করা হয়। শুরুতে তাকে বাংলার পাশাপাশি কোরআনের হিফজ সবক দেওয়া হয়। এর ১০ মাসের মধ্যেই মাসুদ কোরআনে হাফেজ হয়ে ওঠে। আমরা দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাচ্ছি।’

হাফেজ মাসুদ বলেন, ‘আমি চেষ্টা করেছি। আল্লাহ সহায় ছিলেন বলেই কোরআন আয়ত্ত করতে পেরেছি। ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আলেম হওয়ার স্বপ্ন আমার।’

আফটার স্কুল তাহফিজ প্রোগ্রাম-এর প্রিন্সিপাল মাওলানা হাফেজ মুফতি মনিরুল হক বলেন, ‘মাসুদ শান্ত প্রকৃতির শিক্ষার্থী। সঠিকভাবে দিক-নির্দেশনা অনুসরণ করে চলেছে। হাফেজ হতে তার প্রবল ইচ্ছা আর আকাঙ্খা ছিল। মাসুদ আমাদের প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করেছে।’

মাইনুদ্দীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়