ঢাকা     সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৮ ১৪৩১

সাজেকে বিদ্যুৎ নেই, এখনো আটকা ১৩০০ পর্যটক 

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫১, ২৩ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ২১:১০, ২৩ সেপ্টেম্বর ২০২৪
সাজেকে বিদ্যুৎ নেই, এখনো আটকা ১৩০০ পর্যটক 

সাজেক। ফাইল ফটো

রাঙামাটির অন্যতম পর্যটন স্পট সাজেকে আটকে আছেন ১ হাজার ৩০০ পর্যটক। জুম্ম ছাত্র-জনতার ডাকা অবরোধের কারণে সোমবার (২৩ সেপ্টেম্বর) পর্যন্ত পর্যটকরা সেখান থেকে ফিরতে পারেননি। গত শনিবার (২১ সেপ্টেম্বর) থেকে পর্যটকরা সেখানে আটকা পড়ে আছেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জুম্ম ছাত্র-জনতা ঘোষিত ৭২ ঘণ্টার অবরোধের কারণে সাজেকে বর্তমানে জ্বালানি তেল ও গ্যাস সংকট দেখা দিয়েছে। একই সঙ্গে গত ২০ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে সেখানে বিদ্যুৎসংযোগ বন্ধ রয়েছে। জেনারেটর দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হলেও অবরোধের কারণে জ্বালানি তেলের সংকট দেখা দেওয়ায় অনেক কটেজে জেনারেটর সুবিধাও বন্ধ হয়ে গেছে।

আরও পড়ুন: অবরোধে সাজেকে আটকা ৮০০ পর্যটক

আরো পড়ুন:

সাজেকের কুড়েঘর কটেজের ম্যানেজার সাইফুল ইসলাম বলেন, ‌‘সাজেকে চার দিন ধরে বিদুৎ নেই। অবরোধের কারণে জ্বালানি তেল আনা যাচ্ছে না। জেনারেটর সুবিধাও দেওয়া যাচ্ছে না পর্যটকদের।’

সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, ‘সাজেকে আসা পর্যটকদের জন্য রিসোর্ট মালিক সমিতির পক্ষ থেকে রুম ভাড়ায় ৭৫ ভাগ ছাড় দেওয়া হয়েছে। সাজেকের ই-টুরিজ্যম এসোসিয়েশন আটকে পড়া পর্যটকদের বিনামূল্যে খাবারের ব্যবস্থা করছে।’

আরও পড়ুন: পার্বত্য ৩ জেলায় অবরোধ কর্মসূচিতে সমর্থন দিয়েছে ইউপিডিএফ

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খাঁন বলেন, ‘সাজেকে আটকে পড়া পর্যটকদের আজকে (সোমবার) ফিরেয়ে আনা সম্ভব হয়নি। কারণ বিকেল পর্যন্ত অবরোধ ছিল। আগামীকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে তাদের ফিরিয়ে আনা হবে।’ 

তিনি আরও বলেন, ‘সাজেকে বর্তমানে ১৩০০ পর্যটক অবস্থান করছেন। সাজেকে আটকে থাকা পর্যটকদের থাকা খাওয়ার ব্যাপারে কোন সমস্যা হচ্ছে না। আমি সাজেক রিসোর্ট সমিতির নেতাদের সঙ্গে কথা বলেছি।’

বিজয়/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়