ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

কুড়িগ্রামে বজ্রপাতে প্রাণ গেলো ২ কৃষকের

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৩, ২৩ সেপ্টেম্বর ২০২৪  
কুড়িগ্রামে বজ্রপাতে প্রাণ গেলো ২ কৃষকের

ফাইল ফটো

কুড়িগ্রাম সদর উপজেলায় বজ্রপাতে আশরাফ আলী (৪৯) ও আইনুল ইসলাম (৩৫) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সদরের পাঁচগাছী ইউনিয়নের কদমতলা মাঝের চর এলাকায় মারা যান তারা। 

স্থানীয়রা জানান, আশরাফ আলী ও আইনুল ইসলাম কদমতলা গ্রামের বাসিন্দা। তারা দুই জনে মাঠে গরু চড়াচ্ছিলেন। বিকেল ৪টার দিকে আইনুল ও আশরাফ গরু নিয়ে বাড়ির দিকে রওনা দেন। এ সময় বজ্রপাত হলে আশরাফ ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন আইনুলকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যান। তবে, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। 

পাঁচগাছী ইউনিয়ন পরিষদের সদস্য মো. আক্তারুল ইসলাম বলেন, আইনুল ও আশরাফ কদমতলা গ্রামের বাসিন্দা। গরু নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে।

আরো পড়ুন:

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

বাদশাহ/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়