ঢাকা     মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৯ ১৪৩১

বরিশালে শিকলে বেঁধে শিক্ষার্থীকে নির্যাতন, শিক্ষক গ্রেপ্তার

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৯, ২৪ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৭:১২, ২৪ সেপ্টেম্বর ২০২৪
বরিশালে শিকলে বেঁধে শিক্ষার্থীকে নির্যাতন, শিক্ষক গ্রেপ্তার

বরিশালে কোমরে শিকল বেঁধে মাদরাসা পড়ুয়া এক ছাত্রকে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিক্ষক জিহাদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গৌরনদী মডেল থানায় মামলা হওয়ার পর সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

ভুক্তভোগী ১১ বছর বয়সী ছাত্রের নাম তরিকুল ইসলাম। সে জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের লক্ষণকাঠি গ্রামের হাজি আব্দুল হাই-কুলসুম হাফেজিয়া মাদরাসার নাজেরা শাখার ছাত্র। বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট গ্রামের মৃত আউয়াল হাওলাদারের ছেলে তরিকুল।

আহত তরিকুলের ভাই মাসুম হাওলাদার বলেন, ‘গত শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ক্লাসে পড়ানোর সময় অন্য এক ছাত্রের সঙ্গে কথা বলায় আমার ভাইকে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখেন শিক্ষক জিহাদুল ইসলাম। এ সময় টয়লেটে যাওয়ার কথা বললেও আমার ভাইকে যেতে দেননি জিহাদুল। এক পর্যায়ে তাকে মারধর করা হয়। এরপর কান ধরে উঠবস করানো হয়েছে। সবশেষ তাকে শিকলে বেঁধে মারধর করা হয়। তার পায়ের সঙ্গে কোমরে শিকল পরানো হয়। সারা রাত শিকলবন্দি করে রাখা হয়। গত রোববার সকাল ১১টার দিকে সুযোগ পেয়ে তরিকুল পালিয়ে বাড়িতে আসে।’

আরো পড়ুন:

তিনি অভিযোগ করে বলেন, ‘আমার ভাইকে শিকল দিয়ে বেঁধে নির্যাতনের বিষয়টি মাদরাসার পরিচালক দাদন মিয়া ও বড় হুজুর ইলিয়াস হোসাইনকে জানানো হয়। তারা কোনো বিচার না করায় অভিযুক্ত শিক্ষকসহ তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।’

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, ‘মাদরাসার শিক্ষক জিহাদুল ইসলাম, ইলিয়াস হোসাইন ও পরিচালক দাদন মিয়াকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত প্রধান আসামি জিহাদুল ইসলামকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’

আরিফুর/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়