ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে যুবক নিহত 

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ২৪ সেপ্টেম্বর ২০২৪  
হবিগঞ্জে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে যুবক নিহত 

হবিগঞ্জের বাহুবল উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ওয়াহিদ মিয়া (৩২) নামে যুবক নিহত হয়েছে। তিনি উপজেলার বামকান্দি গ্রামের ইছাক উল্যার ছেলে। এতে অর্ধশতাধিক আহত হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাবনাকান্দি গ্রামে সংঘর্ষ হয়। আহতদের মধ্যে ২৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। 

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, বামকান্দি গ্রামে মোশাজিদ মিয়া ও আরজু মিয়ার মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে মঙ্গলবার উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে ওয়াহিদ মিয়া নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
 

আরো পড়ুন:

মামুন/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়