ঢাকা     বুধবার   ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১০ ১৪৩১

পটুয়াখালীর ১৭৬ মন্দিরে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৭, ২৫ সেপ্টেম্বর ২০২৪  
পটুয়াখালীর ১৭৬ মন্দিরে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি প্রায় শেষদিকে। এবার জেলায় ১৭৬টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। মন্দিরগুলোতে চলছে প্রতিমাসহ সাজ সজ্জা গোছানোর কাজ। তবে বেশির ভাগ পূজা মণ্ডপেই মাটির কাজ শেষ হয়ে শুরু হয়েছে রংয়ের কাজ। 

সরেজমিনে ঘুরে দেখা যায়, কারিগররা তাদের নিপুণ হাতের ছোঁয়ায় ফুটিয়ে তুলছেন প্রতিমাকে। অনেক মন্দিরে আবার প্যান্ডেল সাজানো এবং লাইটিংয়ের কাজ চলছে। তবে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি হলেও মজুরি আগের চেয়ে বাড়েনি বলে আক্ষেপ কারিগরদের। সার্বজনীন এ উৎসবকে সফল করতে সনাতনীরা ব্যস্ত সময় পার করছেন। এদিকে সর্বোচ্চ সতর্ক স্থানে রয়েছে প্রশাসনের কর্মকর্তারা। 

পটুয়াখালী পৌর শহরের পুড়ান বাজার এলাকার সবুজ সংঘ সার্বজনীন পূজা মন্দিরের প্রধান পৃষ্ট পোষক সুবাস চন্দ্র বনিক বলেন, আমাদের এখানে ৭৫ বছর ধরে দুর্গাপূজা হচ্ছে। এবছরও আমরা ব্যাপক আয়োজন করেছি। আমাদের প্রতিমা তৈরির মাটির কাজ শেষ হয়েছে। আশা করছি জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দুর্গা মাকে স্বাগত এবং বিদায় জানাতে পারবো। 

কলাপাড়ার শ্রী শ্রী জগন্নাথ নাট মন্দিরে প্রতিমা তৈরি করতে আসা কারিগর তাপস চন্দ্র বলেন, সব কিছুর দাম অনেক বেড়েছে। যদিও আমাদের মজুরী কিন্তু বাড়েনি। এভাবে সব কিছুর সঙ্গে আমাদের মজুরী না বাড়লে তো এ পেশায় টিকে থাক দায় হয়ে যাবে। 

পটুয়াখালী পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, জেলার ১৭৬টি পূজা উদযাপন হলেও বিসর্জন হবে ১৩২টি পূজা মণ্ডপে। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। পুলিশের পাশাপাশি আনসার সদস্যরাও দায়িত্ব পালন করবেন। এছাড়া সেনাবাহিনীর সদস্যরাও আমাদেরকে সহযোগিতা করবেন। আশা করছি এ উৎসব সুন্দরভাবে সম্পন্ন হবে।

ইমরান/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়