ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৫, ২৫ সেপ্টেম্বর ২০২৪  
সিরাজগঞ্জে বাসের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় রাস্তা পারাপারের সময় মুঞ্জুরুল ইসলাম (৪৪) নামে স্কুল শিক্ষক নিহত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার দাদপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুঞ্জুরুল ইসলাম উপজেলার দাদপুর মহৎপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি বেংনাই তেঘুরী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। 

হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক মতিউর রহমান জানান, রাস্তা পারাপারের সময় অজ্ঞাত বাসের ধাক্কায় ঘটনাস্থলে মুঞ্জুরুল ইসলামের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। 

আরো পড়ুন:

নিহতের পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে গেছে। বাসটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।
 

রাসেল/বকুল


সর্বশেষ

পাঠকপ্রিয়