ঢাকা     বুধবার   ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১০ ১৪৩১

হিলি বন্দরে আলু আমদানি শুরু 

দিনাজপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩০, ২৫ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৮:৩১, ২৫ সেপ্টেম্বর ২০২৪
হিলি বন্দরে আলু আমদানি শুরু 

হিলি স্থলবন্দরে ২ ট্রাকে ৪৭ মেট্রিক টন আলু আমদানি করা হয়

আড়াই মাস বন্ধের পর আবারও ভারত থেকে দিনাজপুর হিলি স্থলবন্দরে আলু আমদানি শুরু হয়েছে। মেসার্স প্রিয়ম ইন্টারপ্রাইজ আলু আমদানি করেছে। প্রতি মেট্রিক টন ১৮০ মার্কিন ডলারে আলু আমদানি করা হচ্ছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ভারত থেকে ২ ট্রাকে ৪৭ মেট্রিক টন আলু আমদানি হয়। দেশের বাজারে আলুর দাম নিয়ন্ত্রণ রাখতে আলু আমদানি করা হচ্ছে বলে জানান আমদানিকারক প্রতিনিধি। 

আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি পারভেজ হোসেন বলেন, ‘দেশের বাজারে আলুর দাম ঊর্ধ্বগতি, তাই বাজার নিয়ন্ত্রণ রাখতে ভারত থেকে আলু আমদানি শুরু করেছি। প্রথম দিনে ভারতের জলপাইকুরি থেকে ২ ট্রাকে ৪৭ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। আমদানি বাড়লে দেশের বাজারে আলুর দামটা অনেক কমে আসবে।’ 

আরো পড়ুন:

বন্দর সুত্রে জানা যায়, কম শুল্কে আজকে ভারত থেকে আলু আমদানি করা হয়েছে। বর্তমান দেশের বাজারে আলুর দাম নিয়ন্ত্রণ রাখতে আমদানি করা হয়েছে।
 

মোসলেম/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়