ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

কক্সবাজার সমুদ্র বন্দরে সতর্কতা নামানো হলো 

কক্সবাজার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৪, ২৬ সেপ্টেম্বর ২০২৪  
কক্সবাজার সমুদ্র বন্দরে সতর্কতা নামানো হলো 

সাগর শান্ত হয়ে আসায় কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান।

সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান বলেন, বঙ্গোপসাগর এবং উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তাই কক্সবাজারসহ চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এর শেষ বুলেটিনে কক্সবাজার সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়। 

আরো পড়ুন:

তারেকুর/বকুল  


সর্বশেষ

পাঠকপ্রিয়