আখাউড়া দিয়ে ভারতে গেল ৭৩০০ কেজি ইলিশ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ৭ হাজার ৩০০ কেজি ইলিশ মাছ ভারতে গেছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ছয়টি ট্রাকে করে এ সব মাছ পাঠানো হয়। বেলা সাড়ে ১১টায় ও বিকেলের দিকে মাছগুলো স্থলবন্দরে আনা হয়।
কাস্টমস ও বন্দরের ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, স্বর্ণালী ট্রেডার্স প্রায় চার টন ও বিডিএস কর্পোরেশন প্রায় তিন টন ইলিশ রপ্তানি করেছে। এ বন্দর দিয়ে ২০০ টনের মতো ইলিশ রপ্তানির সম্ভাবনা রয়েছে।
আদনান ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. আক্তার হোসেন বলেন, ‘দুর্গাপুজা উপলক্ষে সরকার ইলিশ মাছ রপ্তানির যে অনুমতি দিয়েছে, এরই অংশ হিসেবে আখাউড়া দিয়ে পাঠানো হলো। প্রতি কেজি ইলিশ ১০ ডলারে যাচ্ছে।’
স্থলবন্দর মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশেনের সাধারণ সম্পাদক মো. ফারুক জানান, বৃহস্পতিবার প্রথমবারের মতো আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ গেছে। প্রথম দিন সাত টনের বেশি ইলিশ রপ্তানি হয়েছে। এখন থেকে প্রতিদিন ইলিশ যাবে।
আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান খান বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ইলিশ মাছ রপ্তানি হচ্ছে। রপ্তানির বিপরীতে জমা হওয়া কাগজপত্র দেখে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।
তিনি জানান, একেকটি ইলিশ এক কেজি বা এক কেজির চেয়ে কম সাইজের।
রুবেল/বকুল