ভোলাহাটে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ঝাউবোনা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ইসমাইল হোসেন (৬৫) ওই এলাকার মৃত শামস মুহাম্মদের ছেলে। এ ঘটনার পরে অভিযুক্ত রবিউল ইসলামকে (২৫) আটক করেছে পুলিশ। তিনি ওই এলাকারই মিলন আলীর ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে রবিউল ইসলাম তার বাবার সঙ্গে বাদানুবাদে জড়ান। এ সময় তাদের ঝগড়া থামাতে গেলে চাচা ইসমাইল হোসেনকে ছুরিকাঘাত করেন রবিউল। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন ইসমাইলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভোলাহাট থানার ওসি (তদন্ত) আবু ইকবাল পাশা বলেন, বাবা-ছেলের ঝগড়া থামাতে গেলে রবিউল তার চাচাকে ছুরিকাঘাত করেন। এতে ইসমাইল হোসেনের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত বরিউলকে আটক করা হয়েছে।
মেহেদী/কেআই