পুকুরে গোসলে নেমে কৃষকের মৃত্যু
শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
শেরপুরের শ্রীবরদীতে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে খোকন মিয়া (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভায়াডাঙা মোল্লাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
খোকন মিয়া ওই ওই গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে। স্থানীয় ইউপি সদস্য বেলায়েত হোসেন লাভলু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকেলে খোকন মিয়া বাড়ির পাশের পুকুরে গোসলে নেমে পানিতে তলিয়ে যায়। পরে আশপাশের লোকজন পুকুর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার জাহিদ বলেন, পানিতে ডুবে এক কৃষকের মৃত্যুর কথা শুনেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তারিকুল/কেআই