পঞ্চগড়ে ১৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, কমেছে তাপমাত্রা
পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম
উত্তরের জেলা পঞ্চগড়ে আশ্বিনের মাঝামাঝি সময়ে এসেও বৃষ্টির দাপট চলছে। টানা ৪ দিনের বর্ষণে দুর্ভোগ বেড়েছে জনজীবনে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে তেঁতুলিয়া আবহাওয়া অফিস এই তথ্য জানায়। এর আগে, গত শুক্রবার সকালে রেকর্ড করা হয়েছিল ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত। গত দুই দিনে জেলায় ৩৫৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিকে টানা বৃষ্টির কারণে কমেছে তাপমাত্রা।
স্থানীয়রা জানান, টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হলেও নিম্ন আয়ের মানুষদের বৃষ্টি উপেক্ষা করে জীবিকার তাগিদে ছুটতে হচ্ছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, গত ৪ দিন ধরে টানা বৃষ্টিপাত হলেও ভারী বর্ষণের পূর্বাভাস কেটে গেছে। বৃষ্টিপাত কমে গিয়ে রোদের দেখা মিললে তাপমাত্রাও স্বাভাবিক হবে।
নাঈম/কেআই