ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৭, ২৮ সেপ্টেম্বর ২০২৪  
নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

ফাইল ফটো

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে গৌরব বিশ্বাস (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত গৌরব বিশ্বাস গোয়ালডাঙ্গা গ্রামের সুব্রত বিশ্বাসের ছেলে। সে গোবরা মিত্র মহাবিদ্যালয় থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বাড়ির বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেলে মিটারের সঙ্গে সরবরাহকৃত লাইনের সংযোগ চেক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন গৌরব। আহতাবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শরিফুল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়