ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

টেকনাফে বিদেশি অস্ত্রসহ আটক ১

কক্সবাজার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৭, ২৮ সেপ্টেম্বর ২০২৪  
টেকনাফে বিদেশি অস্ত্রসহ আটক ১

কক্সবাজারের টেকনাফে বিদেশি জি-৩ রাইফেল, ম্যাগাজিন ও গোলাবারুদসহ মোহাম্মদ শহিদ (৩৭) নামে একজনকে আটক করেছে কোস্টগার্ড। 

শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সাবরাং এলাকা থেকে তাকে আটক করা হয়। 

মোহাম্মদ শহিদ ওই এলাকার বাসিন্দা।

কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লেফট্যানেন্ট কমান্ডার লুৎফুল লাহিল মাজিদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মোহাম্মদ শহিদ দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে অস্ত্র পাচার করে টেকনাফের ডাকাত দলকে সরবরাহ করে আসছিল। বিষয়টি জানতে পেরে কোস্টগার্ডের সদস্যরা অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য তার বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় তার বসতঘর তল্লাশি করে সাদা রঙের বস্তায় মোড়ানো ১টি বিদেশি জি-৩ রাইফেল ও ম্যাগাজিন, ৮ রাউন্ড তাজা গুলি এবং ১টি দেশিয় চাপাতি উদ্ধার করা হয়। 

উদ্ধার হওয়া অস্ত্রসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।

তারেকুর/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়