ঢাকা     শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১৩ ১৪৩১

ন্যায়বিচার পেতে শহিদ পরিবারগুলোকে সহযোগিতা করা হবে: ডিসি রংপুর

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৬, ২৮ সেপ্টেম্বর ২০২৪  
ন্যায়বিচার পেতে শহিদ পরিবারগুলোকে সহযোগিতা করা হবে: ডিসি রংপুর

চব্বিশ-এর গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবেনা। সকল শহিদ পরিবারের ন্যায়বিচার পেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। প্রয়োজনে বিজ্ঞ আদালতে ফোরামের মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে কথা বলবে জেলা প্রশাসন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে নগরীর জুম্মপাড়ার ফল ব্যবসায়ী শহিদ মেরাজুল ইসলামের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল।

এসময় তিনি আরও বলেন, রংপুরে ছাত্রজনতার আন্দোলনে নিহত সকল শহিদ পরিবারের পাশে থাকবে জেলা প্রশাসন। তাদের সার্বিক খোঁজখবর রাখাসহ যাবতীয় সহায়তারও আশ্বাস দেন তিনি। 

এছাড়াও আহত পরিবারের চূড়ান্ত তালিকা প্রস্তুতির কাজ চলমান রয়েছে বলে জানান জেলা প্রশাসক রবিউল ফয়সাল। 

পরে জেলা প্রশাসক রংপুরে ছাত্র আন্দোলনে সকল শহিদদের কবর জিয়ারতসহ তাদের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ নেন। তিনি প্রতি পরিবারের সদস্যদের হাতে পুষ্টিকর ফল ও নগদ ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় নিহতদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। দাবি করেন ন্যায়বিচার প্রাপ্তির সাথে পরিবারের ভরণপোষণের নিশ্চয়তা।

জেলা প্রশাসকের সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুল হাসান রুমিসহ জেলা প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আমিরুল/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়