ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

‘পশ্চিমা অসভ্যতা আমদানি হলে রক্ত দিয়ে প্রতিহত করা হবে’

নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৭, ২৮ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ২১:৩৯, ২৮ সেপ্টেম্বর ২০২৪
‘পশ্চিমা অসভ্যতা আমদানি হলে রক্ত দিয়ে প্রতিহত করা হবে’

মাওলানা মুহাম্মদ মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, ‘দেশে পশ্চিমা অসভ্যতা আমদানি করার পায়তারা করলে বুকের রক্ত দিয়ে আমরা তা প্রতিহত করব। প্রথম দিন থেকেই আমরা আপনাদের (অন্তবর্তী সরকার) সহযোগিতা করছি, ভবিষ্যতেও করব। তবে, সহযোগিতা নেওয়ার ক্ষেত্রে সরকারকে আন্তরিকতার পরিচয় দিতে হবে। দেশের মানুষের প্রশ্নে, দেশের মানুষের স্বার্থের প্রশ্নে, দেশের স্বাধীনতার প্রশ্নে, ইসলামের প্রশ্নে কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলার ফুসরত আমাদের নেই।’

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোণা শহরের মোক্তারপাড়া মাঠে বাংলাদেশ খেলাফতে মজলিসের ‘ছাত্র জনতার বিপ্লবের সংঘটিত গণহত্যার বিচার ও নৈরাজ্যের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে গণসমাবেশ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা আওয়ামী লীগের রাজনীতি ধ্বংস করেছেন উল্লেখ করে মামুনুল হক বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশে প্রতিশোধের রাজনীতি করেছিলেন। তিনি প্রতিশোধ নিয়েছেন দেশের মানুষের কাছ থেকে। তিনি তার দল আওয়ামী লীগ থেকেও প্রতিশোধ নিয়েছেন। শেখ হাসিনা জানতেন ১৫ আগস্ট তার বাবাকে হত্যা করার জন্য আওয়ামী লীগ দায়ী। তিনি লুট ও গণহত্যাসহ এমন জঘন্য কাজ করেছেন যে দেশে আওয়ামী লীগের নেতাদের আর মুখ দেখানোর উপায় নেই।’ 

আরো পড়ুন:

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমাদ, মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসনাত জালালী, সহ-বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের নেত্রকোণা জেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন।

সোহেল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়