ঢাকা     মঙ্গলবার   ১২ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৮ ১৪৩১

ফেরি থেকে নদীতে অটোরিকশা, নিখোঁজ চালক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০০, ২৮ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ২৩:০১, ২৮ সেপ্টেম্বর ২০২৪
ফেরি থেকে নদীতে অটোরিকশা, নিখোঁজ চালক

চট্টগ্রামের কালুরঘাটে ফেরি থেকে সিএনজি চালিত অটোরিকশা কর্ণফুলী নদীতে পড়ে চালক নিখোঁজ হয়েছেন। এ সময় স্থানীয় লোকজন অটোরিকশার তিন যাত্রীকে উদ্ধার করেছেন। 

শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালুরঘাট সেতুর বোয়ালখালী প্রান্তে দুর্ঘটনাটি হয়। 

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের কন্ট্রোল রুমের কর্তব্যরত ফায়ার ফাইটার সজীব জানান, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নদীতে যাত্রীসহ সিএনজি চালিত অটোরিকশা পড়ে যায়। অটোরিকশাটিতে সে সময় চালক ও তিন যাত্রী ছিলেন। স্থানীয়দের সহায়তায় তিন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ চালককে উদ্ধার করতে কাজ করছে ফায়ার সার্ভিস।

আরো পড়ুন:

রেজাউল/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়