ঢাকা     বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

শ্যামনগরে ঝোপের মধ্যে মিললো ৫৩ রাউন্ড গুলি

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৯, ২৯ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৮:৩৯, ২৯ সেপ্টেম্বর ২০২৪
শ্যামনগরে ঝোপের মধ্যে মিললো ৫৩ রাউন্ড গুলি

সাতক্ষীরার শ্যামনগর থেকে ৫৩ রাউন্ড তাজা গুলি জব্দ করেছে যৌথবাহিনী। গতকাল শনিবার রাতে উপজেলা সদরের হরিতলা সার্বজনীন পূজা মণ্ডপ সংলগ্ন রাস্তার পাশের ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় গুলিগুলো জব্দ হয়। 

রোববার (২৯ সেপ্টেম্বর) শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) ফকির তাইজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

ওসি (তদন্ত) ফকির তাইজুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর (কালিগঞ্জ-শ্যামনগর) ক্যাম্প কমান্ডার মেজর মো. মুশফিকের নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা উপজেলা সদরের হরিতলা এলাকায় অভিযান চালায়। এসময় সেখানকার সার্বজনীন পূজা মণ্ডপ সংলগ্ন রাস্তার পাশের ঝোপের মধ্যে পরিত্যাক্ত অবস্থায় ৫৩ রাউন্ড গুলি জব্দ করা হয়। এর মধ্যে ৪৯ রাউন্ড শর্টগানের ও ৪ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি। জব্দকৃত গুলি শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন:

শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়