ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩৩ জন 

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩০, ২৯ সেপ্টেম্বর ২০২৪  
নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩৩ জন 

সারা দেশে এডিস মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে। ফলে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ এবং হাসপাতালে রোগীর সংখ্যা। নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে ৩৩ জন আক্রান্ত হয়েছেন। রোববার (২৯ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয় জানায়, এ বছর নারায়ণগঞ্জে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৩৬৩ জন। গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) পর্যন্ত রোগীর সংখ্যা ছিল ৩৩০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩৩ জন।  সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩১৭ জন।

নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমান জানান, নারায়ণগঞ্জে এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে ৩৬৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। নারায়ণগঞ্জের সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভালো চিকিৎসা ও বিশ্রামের মাধ্যমে রোগীরা এ রোগ থেকে সুস্থ হয়ে উঠতে পারবেন।

আরো পড়ুন:

অনিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়