ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

নওগাঁয় বিভিন্ন দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতির মানববন্ধন

নওগাঁ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০১, ৩০ সেপ্টেম্বর ২০২৪  
নওগাঁয় বিভিন্ন দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতির মানববন্ধন

নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও ২ এর কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন পালিত হয়।

স্মার্ট ও টেকসই বিদ্যুৎ ব্যবস্থা বিনির্মাণে আরইবি-পিবিএস একীভূতকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন ও ভবিষ্যৎ বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখতে এবং গ্রাহকসেবার মান উন্নয়নের জন্য সব চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিত করার দুই দাবি নিয়ে সকাল থেকেই কাজ বন্ধ করে আন্দোলনের অংশ হিসেবে মানববন্ধনে উপস্থিত হন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পল্লী বিদ্যুৎ  সমিতি-১  এর ডিজিএম আকিয়াব হোসেন, আহসান হাবীব, এজিএম শাহরিয়ার বাপ্পী, আরিফুল ইসলাম, সমিতি-২ এর ডিজিএম সেকেন্দার আলী, এজিএম আব্দুল মোত্তালেব, আনোয়ার হোসেন প্রমুখ। 

এসময় বক্তারা দ্রুত তাদের দাবি মেনে নিতে নিরপেক্ষ সরকার প্রধানের দৃষ্টি আকর্ষন করেন।

সাজু/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়