ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৫ ১৪৩১

মৌলভীবাজার থেকে সাবেক এমপি হেনরি স্বামীসহ আটক 

মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৭, ৩০ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৭:৩৯, ৩০ সেপ্টেম্বর ২০২৪
মৌলভীবাজার থেকে সাবেক এমপি হেনরি স্বামীসহ আটক 

স্বামী মো. লাবু তালুকদারের সঙ্গে সাবেক এমপি ড. জান্নাত আরা হেনরি

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. লাবু তালুকদারকে মৌলভীবাজার থেকে আটক করেছে র‌্যাব।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মৌলভীবাজার শহরতলীর সোনাপুর এলাকার মো. দেলওয়ার হোসেন বাচ্চুর বাসা থেকে তাদের আটক করে র‌্যাব-৯। তারা দীর্ঘদিন ধরে এই বাসায় আত্মগোপনে ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

র‌্যাব-৯ শ্রীমঙ্গলের কোম্পানি কমান্ডার মো. নুরুননবী জানান, আজ বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার পৌর শহরের সোনাপুর এলাকার আওয়ামী লীগ নেতা মো. দেলওয়ার হোসেন বাচ্চুর
বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. লাবু তালুকদারকে আটক করা হয়েছে।

আরো পড়ুন:

তিনি আরও জানান, ড. জান্নাত আরা হেনরি ও তার স্বামী মো. লাবু তালুকদার কয়েক দিন ধরে এখানে আশ্রয় নিয়েছিলেন। তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

আজিজ/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়