ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বগুড়ায় মুদি দোকানিকে গলা ও পায়ের রগ কেটে হত্যা

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০০, ৩০ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৮:০৪, ৩০ সেপ্টেম্বর ২০২৪
বগুড়ায় মুদি দোকানিকে গলা ও পায়ের রগ কেটে হত্যা

ফাইল ফটো

বগুড়ার কাহালুতে আব্দুল বাসেদ (৬০) নামে এক মুদি দোকানিকে দুর্বৃত্তরা গলা ও পায়ের রগ কেটে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার লহরাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বাসেদ ওই এলাকার মৃত বসারাতুউল্লাহর ছেলে।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বলেন, রাতে খাওয়া-দাওয়া শেষে দোকানেই ঘুমিয়ে ছিলেন আব্দুল বাসেদ। মধ্যরাতে দুর্বৃত্তরা দোকানে ঢুকে বাছেদকে গলা ও পায়ের রগ কেটে হত্যা করে। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

আরো পড়ুন:

তিনি আরও বলেন, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে।

এনাম/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়