ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

তিন চাকার যান চলাচল বন্ধের দাবি

মাগুরার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩২, ৩০ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৮:৩৬, ৩০ সেপ্টেম্বর ২০২৪
মাগুরার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ

তিন চাকার যান চলাচল বন্ধের দাবিতে মাগুরার অভ্যন্তরীণ রুটে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখেছে জেলা বাস মালিক সমিতি। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বাস মালিক সমিতির নেতারা বলছেন, সড়কে তিন চাকার যান চলাচল বন্ধের দাবি জানানো হচ্ছিল দীর্ঘদিন ধরে। দাবি পূরণ না হওয়ায় জেলার চার উপজেলার অভ্যন্তরীণ রুটে সোমবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

গোলাম শেখ নামের এক যাত্রী বলেন, মাগুরায় দীর্ঘদিন ধরে তিন চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা দাবি করে আসছিলেন বাস মালিক সমিতির নেতারা। তিন চাকার যান চলাচলের কারণে তারা যাত্রী কম পাচ্ছেন বলে অভিযোগ।

বাস মালিক হোসেন আলী বলেন, প্রায় এক মাস হলো একটি বাস মেরামতে ৬০ হাজার টাকা খরচ করেছি। এখনো খরচের টাকা তুলতে পারিনি। প্রতিদিনই লোকসান গুণতে হচ্ছে। এর কারণ তিন চাকার যানবাহন। সড়কে তাদের কারণে আমরা কোনো যাত্রী পাই না।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদ হোসেন বলেন, সড়কে তিন চাকার যান চলাচলের কারণে বাস মালিকরা চরম হুমকির মুখে পড়েছেন। শ্রমিকদের মজুরিসহ খরচের টাকা উঠানো যাচ্ছে না।

শাহীন/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়