বগুড়ায় মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে মানববন্ধন
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের সাতমাথায় বৈষম্যবিরোধী গণমাধ্যম আন্দোলন বগুড়া শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনের বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত ১০৭টি মিথ্যা মামলা প্রত্যাহার করে দ্রুত সময়ের মধ্যে তাকে কারাগার থেকে মুক্তি দিতে হবে। এছাড়া মাহমুদুর রহমানের বিরুদ্ধে যারা মিথ্যা মামলা ও মিথ্যা সাক্ষী দিয়েছে তাদেরও আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।
বৈষম্যবিরোধী গণমাধ্যম আন্দোলন বগুড়ার প্রধান সমন্বয়ক প্রতীক ওমরের সভাপতিত্বে এবং আব্দুদ ওয়াদুদের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন বগুড়া প্রেস ক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস, বগুড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বি ডলার, সাবেক সাধারণ সম্পাদক এফ শাহজাহান, সাবেক সাধারণ সম্পাদক মোমিনুর রশিদ শাইন, বগুড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য জহুরুল ইসলাম প্রমুখ।
এনাম/কেআই