ঢাকা     মঙ্গলবার   ০১ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ১৬ ১৪৩১

৬ দিন বন্ধ থাকবে হিলি বন্দরে আমদানি-রপ্তানি 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০১, ১ অক্টোবর ২০২৪  
৬ দিন বন্ধ থাকবে হিলি বন্দরে আমদানি-রপ্তানি 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছয়দিন বন্ধ থাকবে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি। পাশাপাশি বন্ধ থাকবে বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম। তবে, হিলি চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে বিষয়টি জানিয়েছেন হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান। 

ফেরদৌস রহমান জানান, ‌দুর্গাপূজা উপলক্ষে আগামী ৯ অক্টোবর বুধবার থেকে ১৪ অক্টোবর সোমবার পর্যন্ত ছয়দিন বন্ধ থাকবে হিলি বন্দরে আমদানি-রপ্তানি। বন্ধ থাকবে বন্দরের অভ্যন্তরীণ সকল কার্যক্রম। আগামী ১৫ অক্টোবর মঙ্গলবার থেকে আবারও আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক হবে।

আরো পড়ুন:

হিলি ইমিগ্রেশনের ওসি বদিউজ্জামাল বলেন, স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী পারাপার স্বাভাবিক থাকবে।  

মোসলেম/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়