ঢাকা     মঙ্গলবার   ০১ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ১৬ ১৪৩১

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৫, ১ অক্টোবর ২০২৪   আপডেট: ১৮:৩২, ১ অক্টোবর ২০২৪
নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

নারায়ণগঞ্জের বন্দরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন স্টার পারটেক্স গ্রুপের শ্রমিকরা। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি কারখানায় কিছু সমস্যার কারণে সঠিক সময়ে শ্রমিকদের বেতন দেওয়া সম্ভব হয়নি। অল্প সময়ের মধ্যে সমস্যা সমাধান হয়ে যাবে।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার হরিপুর এলাকায় প্রতিষ্ঠানটির সামনের সড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করেন তারা।

বিক্ষোভ অংশ নেওয়া সিরাজুল ইসলাম নামে এক শ্রমিক বলেন, ‌‘দুই বছরের চিকিৎসা ভাতা ও চলতি মাসসহ দুই মাসের বকেয়া বেতন না দিয়ে শ্রমিকদের কাজ করানো হচ্ছে। বাসা ভাড়া ও দোকানে বকেয়া রয়েছে। ফলে অর্ধাহারে পরিবার নিয়ে দিন কাটাচ্ছি আমরা।’

আরো পড়ুন:

হৃদয় মিয়া নামে অপর শ্রমিক বলেন, ‘আগে এই কোম্পানির বেতন ভাতা নিয়ে কোনো সমস্যা হতো না। কয়েক মাস ধরে ঠিক সময়ে বেতন না দিয়ে আমাদের কষ্ট দিচ্ছে কর্তৃপক্ষ।’

স্টার পারটেক্স গ্রুপের এডমিন ম্যানেজার আল আমিন বলেন, ‘সম্প্রতি কারখানায় কিছু সমস্যার কারণে সঠিক সময়ে বেতন দিতে পারিনি। অল্প সময়ের মধ্যে সমস্যা সমাধান করা হবে।’

এদিকে, শ্রমিকদের বিক্ষোভ করার খবর পেয়ে ঘটনাস্থলে যান নারায়ণগঞ্জ-খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এএসপি আমিনুল হক, বন্দর উপজেলার নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহান ও সেনাবাহিনীর সদস্যরা। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

নারায়ণগঞ্জ-খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান,  কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

অনিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়