ঢাকা     বুধবার   ০২ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ১৭ ১৪৩১

সাড়ে ৮ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৬, ২ অক্টোবর ২০২৪   আপডেট: ১১:৩৬, ২ অক্টোবর ২০২৪
সাড়ে ৮ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহের ত্রিশালের ধলা রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত রেললাইন সংস্কারের সাড়ে ৮ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (২ অক্টোবর) সকাল ৬টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে, গতকাল রাত সাড়ে ৯টার দিকে ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ ট্রেনের পাওয়ার কার বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।

গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র রায় বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। পরে রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে লাইনচ্যুত বগি উদ্ধার করে। ক্ষতিগ্রস্ত রেললাইন সংস্কারের পর সকাল ৬টায় ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আরো পড়ুন:

মিলন/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়