ঢাকা     বুধবার   ১৩ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৯ ১৪৩১

৮ বছরের প্রেম ৬ বছর সংসার, তালাকের পর দুধ দিয়ে গোসল

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ২ অক্টোবর ২০২৪   আপডেট: ১২:৫৪, ২ অক্টোবর ২০২৪
৮ বছরের প্রেম ৬ বছর সংসার, তালাকের পর দুধ দিয়ে গোসল

চুয়াডাঙ্গার দামুড়হুদায় তালাকের পর দুধ দিয়ে গোসল করেছেন সবুজ মিয়া নামে এক যুবক। গত সোমবার (৩০ সেপ্টেম্বর) উপজেলায় রুদ্রনগর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, দীর্ঘ ৮ বছর প্রেমের পর মা-বাবার অনুমতি ছাড়াই ২০১৮ সালে পছন্দের পাত্রীকে বিয়ে করেন সবুজ। বিয়ের শুরুতে বেশ সুখে-শান্তিতে থাকলেও কয়েকদিন পর শুরু হয় অশান্তি। তাদের ৬ বছরের সংসারে এক কন্যাসন্তান রয়েছে।

সবুজ মিয়া বলেন, স্ত্রী সবসময় আমাকে মানসিক অশান্তির মধ্যে রাখত। তার কথামতো সবকিছু করেও তার মন পাইনি। গত ২৯ সেপ্টেম্বর স্ত্রীর পাঠানো তালাকনামা হাতে পাই। এর পরদিন খুশিতে দুই মণ দুধ দিয়ে গোসল করি।

এ সময় তরুণদের প্রেম করে বিয়ে না করার পরামর্শ দেন তিনি। সবুজ মিয়ার কাছে গণমাধ্যমকর্মীরা তার স্ত্রীর নাম-পরিচয় জানতে চাইলে অপারগতা প্রকাশ করেন।

স্থানীয়রা জানান, সবুজ মিয়া প্রেম করে বিয়ে করেন। গত রোববার তাদের তালাক হয়ে গেছে। এই খুশিতে সোমবার সবুজ দুধ দিয়ে গোসল করেছেন।

মামুন/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়