ঢাকা     সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৬ ১৪৩১

চাটমোহরে বীর মুক্তিযোদ্ধা মোজাহারুল হক আর নেই 

পাবনা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ২ অক্টোবর ২০২৪   আপডেট: ১৩:০১, ২ অক্টোবর ২০২৪
চাটমোহরে বীর মুক্তিযোদ্ধা মোজাহারুল হক আর নেই 

পাবনার চাটমোহর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গাজী এস এম মোজাহারুল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে চাটমোহর পৌর শহরের কাজীপাড়া মহল্লায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। 

মৃত্যুকালে মোজাহারুল হকের বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

মরহুমের বড় ছেলে রবিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তার বাবা দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। 

আজ বাদ আসর চাটমোহর শাহী মসজিদে তার জানাজা নামাজ শেষে তাকে শাহী কবরস্থানে দাফন করা হবে। এর আগে তাকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করা হবে। 

তার মৃত্যুতে মুক্তিযোদ্ধাসহ নাগরিক সমাজের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। 

উল্লেখ্য, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার সাথে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মুক্তিযোদ্ধা গাজী মোজাহারুল হক। তিনি দীর্ঘ বছর ধরে চাটমোহর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারের দায়িত্ব পালন করেছেন।

শাহীন/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়