রাজবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৬
রাজবাড়ী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাজবাড়ীর পাংশায় দুইটি আগ্নেয়াস্ত্র ও চারটি দেশীয় তৈরি অস্ত্রসহ ৬ জনকে আটক করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কাসবামাঝাইল ইউনিয়নের সুবর্ণখোলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকেরা হলেন- সিরাজ উদ্দিন মণ্ডল (৬০) উজ্জ্বল আলী মণ্ডল (৩৬), ইয়ারুল ইসলাম (৫৩) শামীম শেখ (২৫), নজরুল (৩৫) ও তোহিদুল(২৬)। আটকেরা সবাই কসবামঝাইল এলাকার বাসিন্দা।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাংশা অস্থায়ী আর্মি ক্যাম্পের একটি টিম ও পাংশা মডেল থানা পুলিশ উপজেলার কসবামাঝাইল ইউনিয়নের সুবর্ণখোলা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় তারা একটি ইয়ারগান, একটি ওয়ান শুটারগান পিস্তল, একটি কার্তুজ, তিনটি রামদা ও একটি চাইনিজ কুড়ালসহ ছয়জনকে আটক করে।
তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাট, হামলা ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় একটি অস্ত্র আইনে ও একটি ডাকাতি চেষ্টার মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হবে।
রবিউল/ইমন