পুলিশ সদস্যের বিরুদ্ধে বেড়া ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুমিল্লার দেবিদ্বারে পূর্ব বিরোধের জেরে ফখরুল আহাম্মদ নামে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে বাড়ির বেড়া ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ উঠেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার ধামতী গ্রামের মাদ্রাসাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী ফাহাদ বিন ওবায়েদ অভিযুক্ত পুলিশ সদস্যসহ ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনের নামে দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ফখরুল আহাম্মদ ওই গ্রামের বারেক মাস্টারের ছেলে।
লিখিত অভিযোগে ফাহাদ উল্লেখ করেন, ২০ থেকে ২৫ জন হাতে দা-শাবল, লোহার পাইপ নিয়ে হামলা চালিয়ে বাড়ির বেড়া ভাঙচুর ও বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছ কেটে ফেলে। আমরা ভয়ে বাঁধা দিতে যাইনি।
অভিযোগের বিষয়ে পুলিশ সদস্য ফখরুল আহাম্মদ বলেন, জায়গা ভরাট করে রাস্তার জন্য আমরা তিন ফুট জায়গা ছেড়ে বাউন্ডারি দেয়াল নির্মাণ করেছি। কিন্তু তারা (ফাহাদ বিন ওবায়েদ) ৩ ফুট জায়গা না ছেড়ে বেড়া ও গাছপালা লাগান। তাই আমরা ভেঙে ফেলেছি।
এ সময় প্রশ্ন করা হয়, পুলিশ সদস্য হয়ে কেন আইনগত ব্যবস্থা নেননি? তবে এই প্রশ্নের কোনো উত্তর তিনি দেননি।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ সাইফুল্লাহ বলেন, এক পুলিশ সদস্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
রুবেল/কেআই