খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার, পরিস্থিতি শান্ত
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
খাগড়াছড়ি শহরে বুধবার দুপুরে বৃষ্টি হয়েছে
খাগড়ছড়ি জেলা সদরে জারিকৃত ১৪৪ ধারা প্রত্যাহার করে নিয়েছে প্রশাসন। বুধবার (২ অক্টোবর) বিকেল ৩টার দিকে ফৌজদারি আইনটি প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ির জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
আরও পড়ুন: খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা, ১৪৪ ধারা জারি
গতকাল মঙ্গলবার দুপুরে গণপিটুনিতে খাগড়াছড়ি কারিগরি স্কুল ও কলেজের শিক্ষক সোহেল রানা নিহত হন। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
এদিকে, ১৪৪ ধারা প্রত্যাহার হলেও আইন-শৃংখলা রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। খাগড়াছড়ি শহরে পুলিশের টহল জোরদার করা হয়েছে। শহরের পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া, দুপুর থেকে বৃষ্টিপাতের কারণে এই শহরে লোকজনের চলাচলও সীমিত রয়েছে।
রেজাউল/মাসুদ