ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ইসলামী দলগুলোকে একত্রিত করতে কাজ করা হচ্ছে: রেজাউল করিম

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৪, ২ অক্টোবর ২০২৪   আপডেট: ২১:৪৯, ২ অক্টোবর ২০২৪
ইসলামী দলগুলোকে একত্রিত করতে কাজ করা হচ্ছে: রেজাউল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘৫ আগস্টের পরে দেশে ইসলামের পক্ষে একটি ক্ষেত্র তৈরি হয়েছে। এখন ইসলামী দলগুলো একত্রিত হয়ে ক্ষমতায় যাওয়া নিয়ে অনেকে প্রশ্ন করছেন। এ বিষয়ে আমরা খুব গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি।’ 

বুধবার (২ অক্টোবর) বিকেলে ফেনী শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী পৌর ও সদর উপজেলা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

রেজাউল করিম বলেন, ‘ছাত্ররা যখন বৈষম্যবিরোধী আন্দোলন শুরু করেছিল, তখনো দেশে অনেক রাজনৈতিক দল ছিল। সর্বপ্রথম রাজনৈতিক দলের ব্যানারে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সহযোগী সংগঠনগুলো রাজপথে জানের ঝুঁকি নিয়ে ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছিল। আমরা ন্যায়ের পক্ষে। অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি।’ 

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ এক-দুইবার নয়, পাঁচবার সারা দুনিয়ার মধ্যে চুরির (দুর্নীতি) দিক থেকে প্রথম হয়েছিল। দুর্নীতি, গুম, খুন, জুলুম ও মিথ্যার দিক থেকেও প্রথম হয়েছে। আমরা বিশৃঙ্খল জাতি নয়, সভ্য জাতি। চোরেরা যদি আবারও চুরি করতে চায়, তাদের সে সুযোগ আর দেওয়া হবে না।’ 

ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী পৌর সভাপতি মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জান্নাতুল ইসলাম।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা কে এম বেলাল হোসাইন পাটোয়ারীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা নূরুল করীম, সহ-সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া, মাওলানা রফিকুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মাওলানা একরামুল হক ভূঁইয়া, উপদেষ্টা মাওলানা কাজী গোলাম কিবরিয়া, মাওলানা মীর আহমদ মীরু, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফেনী জেলার সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রাজ্জাক, ইসলামী আন্দোলন ফেনী জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতী আবদুর রহমান ফরহাদ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আলাউদ্দিন সাবেরী প্রমুখ। 

সাহাব/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়