ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

খুলনায় ডেঙ্গুতে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৮, ২ অক্টোবর ২০২৪  
খুলনায় ডেঙ্গুতে নারীর মৃত্যু

খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নাহার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২ অক্টোবর) খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে মারা যান তিনি। 

খুমেক হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুহাষ রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ১০ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর খুমেক হাসপাতালে ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

আরো পড়ুন:

ডা. সুহাষ রঞ্জন হালদার জানান, যশোরের চাচড়া এলাকার বাসিন্দা নাহার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। খুলনায় চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ৪৫ জন রোগী চিকিৎসাধীন।

নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়