ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

মুন্সীগঞ্জে অবৈধ চুন কারখানায় লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৫, ২ অক্টোবর ২০২৪  
মুন্সীগঞ্জে অবৈধ চুন কারখানায় লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধ চুন তৈরির কারখানায় অভিযান চালিয়ে মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (২ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের মানাবে ওয়াটার পার্কের বিপরীত পাশে ওই কারখানায় পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনূর আক্তার। এ সময় কারখানার মালিক মো. আপনকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনূর আক্তার বলেন, অবৈধ চুন কারখানার বিষয়টি জানামাত্র উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে তা বন্ধ করে দেওয়া হয়েছে। মালিককে জরিমানা পাশাপাশি তিন দিনের মধ্যে কারখানার অবকাঠামো অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন:

রতন/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়