ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

কথা কাটাকাটি থেকে হাতাহাতিতে একজনের মৃত্যু, থানায় অভিযোগ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৭, ৩ অক্টোবর ২০২৪  
কথা কাটাকাটি থেকে হাতাহাতিতে একজনের মৃত্যু, থানায় অভিযোগ

গাজীপুরের কালীগঞ্জে কথা কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনায় মো. জাহিদুল ইসলাম শ্যামল (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। এই ঘটনায় কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নিহতের ভাই শামসুল হক।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। এর আগে বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মোক্তারপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

নিহত জাহিদুল ইসলাম শ্যামল ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। 

ওসি বলেন, শুনেছি হাতাহাতি হয়েছে। একজন আহত হয়ে হাসপাতালে মারা গেছেন। এ ব্যাপারে অভিযোগ পেয়েছি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্থানীয় সূত্র জানায়, একটি অনুষ্ঠানে দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় দুইপক্ষের মাঝে কথা কাটাকাটির পর হাতাহাতির ঘটনা হয়। এ সময় জাহিদুল ইসলাম শ্যামল আহত হয়। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

রফিক/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়