ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

সুন্দরবন ভ্রমণে ২১ দেশের সেনাবাহিনীর ৭৫ কর্মকর্তা

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৪, ৩ অক্টোবর ২০২৪   আপডেট: ১৩:১১, ৩ অক্টোবর ২০২৪
সুন্দরবন ভ্রমণে ২১ দেশের সেনাবাহিনীর ৭৫ কর্মকর্তা

বিশেষ প্রশিক্ষণের জন্য বাংলাদেশে আসা ২১টি দেশের সেনাবাহিনীর ৭৫ পদস্থ কর্মকর্তা সুন্দরবনের করমজল ভ্রমণে এসেছেন।

বুধবার (২ অক্টোবর) তারা করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ঘুরে দেখেন। করমজল বন্য প্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মো. আজাদ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিশেষ প্রশিক্ষণ সফরে বাংলাদেশে আসা ২১টি দেশের সেনাবাহিনীর ৭৫ পদস্থ কর্মকর্তা সুন্দরবন ঘুরে দেখেছেন। এসব কর্মকর্তাদের কয়েকজনের সঙ্গে তাদের পরিবারের সদস্যরাও ছিলেন। করমজল বন্যপ্রাণী কেন্দ্র ঘুরে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

শহিদুল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়