ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

কুষ্টিয়ায় শিক্ষকের পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ৩ অক্টোবর ২০২৪  
কুষ্টিয়ায় শিক্ষকের পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ

কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষকের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল থেকে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সামনের প্রধান সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ মিছিল করে। পরে কুষ্টিয়া-মেহেরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করার ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যানজট লেগে যাওয়ায় যাত্রীরা দুর্ভোগে পড়ে।

শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের কলেজের সহকারী অধ্যক্ষ শাহজালাল ও কলেজের শিক্ষক কামরুজ্জামান সম্রাট নানা সময়ে প্রতিষ্ঠানের ছাত্রীদের সঙ্গে অসদাচারণ করেন। ছাত্রীদের কাছে পাঠানো অভিযুক্ত শিক্ষকদের মেসেজের প্রমাণও (স্ক্রিনশট) আছে।’

আরো পড়ুন:

তারা আরও বলেন, ‘আমরা সপ্তাহখানেক আগে আন্দোলন করেছিলাম। তার প্রেক্ষিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সমাধানের আশ্বাস দিলেও সমাধান করেনি।’

অভিযুক্তরা শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলেন, ‘আমাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সঠিক না। সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করলে তার প্রমাণ পাওয়া যাবে।’ 

এ ব্যাপারে কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমিন আক্তার বলেন, ‘আমি ছুটিতে আছি। বিষয়টি আমি জানি না। খোঁজ খবর নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
 

কাঞ্চন/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়